আজ তরুণ সাংবাদিক রাব্বী আহমেদ শুভ জন্মদিন
![আজ তরুণ সাংবাদিক রাব্বী আহমেদ শুভ জন্মদিন](https://kushtiatv.com/wp-content/uploads/2022/04/277544220_405711464232766_656246125561628257_n.jpg)
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সময়ের আপরাধ চক্র এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল কুষ্টিয়া নিউজ প্রকাশক ও সম্পাদক এবং গড়াই নিউজ ২৪.কমের বার্তা সম্পাদক রাব্বী শুভ জম্মদিন আজ । আজকের এই দিনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন পশ্চিম মজমপুরের একটি মুসলিম সম্ভান্ত্র পরিবারে তিনি জম্মগ্রহন করেন। ২০১৯ সাথে সাংবাদিক রাব্বী আহমেদ সাংবাদিকতায় কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞা পত্রিকায় কাজের মাধ্যমে মহান এই পেশায় যুক্ত হয়েছিলেন । তরুন এই কলমযোদ্ধা জাতীয় সাপ্তাহিক সময়ের আপরাধ চক্র , চ্যানেল এস , দৈনিক প্রতিজ্ঞা,গড়াই নিউজ ২৪.কম, কুষ্টিয়া নিউজ, রেডিও জট্টিল পত্রিকায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। তাছাড়া এই তরুণ সাংবাদিক বর্তমানে কুষ্টিয়া অনলাইন এডিটর,স ক্লাব কুষ্টিয়া জেলা যুগ্ন সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক রাব্বী আহমেদ শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ।