ইবিতে ‘ইতিহাস ৩২’ পরিবারের চড়ুইভাতি অনুষ্ঠিত

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  12:33 AM, 26 July 2023

মো:সাব্বির খান , ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ইতিহাস ৩২’ পরিবারের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় মফিজ লেক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাসে পাঁচ মাস অতিবাহিত হওয়ায় একটু বিনোদনের জন্য এ আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানটিতে প্রায় ‘ইতিহাস ৩২’ পরিবারের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রথমে রান্না থেকে শুরু করে পর্যায়ক্রমে ছেলে-মেয়েদের জন্য বালিশ বদল,চেয়ার বদলসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়। সর্বশেষ সাংস্কৃতিক পর্বের মধ্যে দিয়ে বিকালে এ অনুষ্ঠানের সমাপ্ত হয়

বিনোদনমূলক খেলায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। বালিশ বদল খেলায় বিজয়ী হয়েছেন- উম্মে হাবিবা সিগমা ও মিনান হোসেন। চেয়ার বদল খেলায় বিজয়ী হয়েছেন- সুমাইয়া জাহান নুশাত ও জান্নাতুন আসমানী। নাচ ও গান পরিবেশনায় বিজয়ী হন আনিকা নওরিন, তৌফিকুর রহমান নাঈম,আশিকুর রহমান ও তাবাসসুম ই জান্নাত মীম।

প্রসঙ্গত,অনুষ্ঠানটির ত্রিমনি,আশিকুর রহমান,রাশিদুল ইসলাম ও এহসানুল ইসলামসহ ‘ইতিহাস ৩২’ পরিবারের অন্যান্যদের কঠোর পরিশ্রমের এ চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :