কবুরহাট স্কুলের পিয়ন পলের হত্যা চেষ্টাকারী সুজনকে বাঁচাতে দৌড়ঝাঁপ একটি মহলের
সুজন মাহামুদঃ
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল কবুরহাট মিয়াপাড়া গ্রামের কাজী শফিউল রহমানের ছেলে একরামুল রহমান পলকে(৩৮) হত্যার চেষ্টাকারী একই এলাকার আবুল কালামের ছেলে সুজন(৪২), ২০/০৫/২০২২ শুক্রবার বিকেলে বাদী /বিবাদী ছেলে খেলা করতে গিয়ে দুজন ঝগরা বিবাদ লেগে যায়,সুজনের ছেলে একরামুলের ছেলেকে মারপিট করলে বাড়িতে এসে তার পিতাকে জানালে একরামুল সুজনের কাছে অভিযোগ করলে উল্টা রাগান্তিত হয়ে ঘর থেকে হাসুয়া বেড় করে গলায় কোপ দেয়। কোপ খেয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।স্থানীয়রা নিয়ামতের ছেলে জসিম ও কেরামতের ছেলে সুমন বলে আমরা ঝগড়া বিবাদ না ঠেকিয়ে দিলে প্রাননাশের ঘটনা ঘটে যেত। ঘটনার বিষয়ে জগতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মেহেদী হাসান বলেন ঘটনা স্হলে উপস্হিত হয়েছিলাম এবং আলামত উদ্ধার করেছি।
এবিষয়ে বটতৈল ইউনিয়েন চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির বলেন ঘটনা শুনেছি বাচ্ছাদের নিয়ে ঝগরা থেকে তাকে মারপিটের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত রয়েছে দ্রুত আইনত ব্যবস্হা গ্রহন করবো।