কুষ্টিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  02:32 PM, 28 August 2023

মোঃ হাবিবুর রহমান ॥ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ খিঃ , ২৮শে আগস্ট সোমবার বেলা ১০ঃ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল , বিশেষ অতিথি ছিলেন -জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার , জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এস এম কাদেরী শাকিল। সভাপতিত্ব করেন -জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল । মডারেটর ছিলেন – মোঃ মাসুদ রানা বিচারকমন্ডলী ছিলেন- মোঃ শাহীন সরকার , শেখ মশিউর রহমানও মোছাঃ সাবিনা খাতুন । বিতর্ক প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার প্রথম রাউন্ডে ৮ টি স্কুলের মধ্যে ৭ টি স্কুল অংশগ্রহন করেন- কুষ্টিয়া জিলা স্কুল , লাহিনী মাধ্যমিক বিদ্যালয় ,আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,কুষ্টিয়া হাইস্কুল ,কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট স্কুল (অনুপস্থিত )। সেমিফাইনাল রাউন্ডে – কুষ্টিয়া জিলা স্কুল , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কুষ্টিয়া হাইস্কুল । ফাইনাল রাউন্ডে – কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় । চ্যাম্পিয়ন হয়েছেন পক্ষের কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয়েছেন বিপক্ষের কুষ্টিয়া জিলা স্কুল । সেরা বক্তা নির্বাচিত হয়েছেন উমামা জামান দলনেতা কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি পার্থ প্রতিম শীল  সকল বিজয়ীদের হাতে পুরুস্কার ও ক্রেস্ট তুলে দেন এবং অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

আপনার মতামত লিখুন :