কুষ্টিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসপি খাইরুল আলম
হাসিনাঃ বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) বেলা সাড়ে ১১ টায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপি গুলশানস্থ সরকারি বাসভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে তার নির্বাচনী এলাকা রাজশাহী জেলাধীন বাঘা-চারঘাট এর উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বিকাল সাড়ে ৫টায় কুষ্টিয়া সার্কিট হাউসে যাত্রা বিরতি করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান। অত:পর কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যথাযথ মর্যাদায় ছালামী প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য প্রমুখ।