কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হামলা-মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
মোঃ হাবিবুর রহমান ॥ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পরিবারের উপরে বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১৩ জুলাই ২০২৩ইং বৃহস্পতিবার দুপুরে বেড় কালোয়া গ্রামে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দাবি করেন পার্শ্ববর্তী জেলে পাড়ার কিছু সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তার পরিবার ও তাদের বাড়ির আশপাশের মানুষের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রারি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই সোমবার রাতে জেলে পাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মন্টু শেখ নামের একজন গুলিবিদ্ধ হলে আমার পরিবার ও এলাকার মানুষের নামে থানায় মিথ্যা অভিযোগ জমা দিয়েছেন প্রতিপক্ষরা। এই ঘটনার সঠিক তদন্ত ও এ থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেছেন ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর জুলুম বন্ধ করতে হবে এবং এলাকার সবাইকে শান্তিতে থাকতে দাও স্লোগান দিতে দিতে এসে মুক্তিযোদ্ধার বাড়ীর সামনে শেষ হয় ।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি বলেন , আমরা তদন্ত করে দোষীদের আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্হা করি । জাতীর বীর সন্তানদের জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি । যে কেউ বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ দিলেই গ্রেফতার করতে পারি না , সেক্ষেত্রে অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে সনাক্ত করতে হয় । এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ সুভিন আক্তার বলেন, কুষ্টিয়া জেলার যে কোন জায়গায় কোন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা – মামলা করলে আমরা ঘরে বসে থাকবো না । যে কোন মূল্যে আমাদের সংগঠন তা প্রতিহত করবে । আমরা সরকারের বাইরে না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসনকে বলতে চাই দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের খুঁজে বের করে ব্যাবস্থা গ্রহন করুন । অন্যথায় আমাদের সংগঠন “ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম “ কুষ্টিয়া জেলা শাখা নির্যাতিত সকল পরিবারকে সাথে নিয়ে ডিসি কোর্ট চত্তরে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো ।