কুষ্টিয়ার দহকুলা তেকোনাপাড়া উন্নয়ন সংঘের অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
মোঃ হাবিবুর রহমান ॥ কুষ্টিয়ার দহকুলা তেকোনাপাড়া উন্নয়ন সংঘের আয়োজনে এলাকার গরীব পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সংগঠনের সভাপতি প্রফেসর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কেয়ার বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার সেলিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন তেকোনা পাড়া উন্নয়ন সংঘের সম্মানিত সদস্য যথাক্রমে ডক্টর আহসান হাবিব প্রফেসর মোহাম্মদপুর প্রিপারেটরী কলেজ,শহিদুল ইসলাম ওসি রাজারবাগ পুলিশ লাইন,মতিয়ার রহমান সাধারণ সম্পাদক দহকুলা সমিতি ঢাকা,শহিদুল ইসলাম কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হেলথকেয়ার,আয়কর আইনজীবী আবু জাফর সভাপতি ব্লাড সোলজার্স দহকুলা কুষ্টিয়া,সাধারন সম্পাদক জানু মেম্বার,টিডিএস অনুদান টিমের প্রধান বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান,মাহাবুল ইসলাম,খন্দকার মহসিন আলী টোকন,ক্যাশিয়ার আলফাজ মল্লিক,খলিল,সামাদ,মানিক,মুফা এরা সবাই টিডিএস সদস্য খাদ্য সামগ্রীর মধ্যে ছিল একটি সোনালী মুরগী পোলাও এর চাল সয়াবিন তেল সেমাই চিনি পিয়াজ রসুন কাচামরিচ মসলা(জিরা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ কিসমিস। তেকোনাপাড়া ঈদগাহ মাঠে আজ ২ মে ২০২২ সোমবার অনুষ্ঠিত প্রোগামে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়ার বিশিষ্ট আলেম দহকুলার কৃতি সন্তান মওলানা ফারুক আযম জেহাদি এবং ঈমাম হারুন। এলাকার যে পরিবারের ঈদের দিন ভালো খাবার কেনার সামর্থ নেই শুধুমাত্র তাদেরকেই খাদ্য সামগ্রী দেয়া হয়।।