কুষ্টিয়ায় মাছ আড়ৎ দারদের মধ্যে সংঘর্ষ!
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়নপুর বাজারের বণিক সমিতির ও মাছ আড়ৎ দারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানা গেছে, ১৩ এপ্রিল সকাল ১০ টায় হরিনারায়নপুরের মাছ ব্যবসায়ী শাহাদাত হোসেন (৫২) ও তোফাজ্জেল হোসেন আপন দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের জের ধরে মারামারি হয়। পরে শাহাদাত হোসেন থানায় অভিযোগ দিলে তা মিমাংসার জন্য দুই ভাইকে থানায় উপস্থিত হতে বললে তোফাজ্জেল হোসেন তাতে অস্বীকৃতি জানালে পরে শাহাদাত হোসেন বণিক সমিতির দ্বারস্থ হন। বণিক সমিতির সভাপতি সামসুল হক সহ কয়েকজন সদস্য মিলে মাছ বাজারে গিয়ে বিষয়টি সমাধানের জন্য বললে তোফাজ্জেল হোসেন হরিনারায়নপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শিবপুরের ইন্তা মেম্বারকে ছাড়া বিষয়টি সমাধানে অপারগতা জানালে বণিক সমিতির লোকজন তাতে চড়াও হয়, পরে মাছ আড়ৎ দারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে মৎস্য আড়ৎ দাররা হেনস্থার শিকার হলে তারা সম্মিলিত ভাবে ইবি থানায় অভিযোগ জানান। এবং মাছ বিক্রি বন্ধ রাখেন।
পরে বিকাল ৫টা থেকে ইন্তা মেম্বার এর নেতৃত্বে মাছ ব্যবসায়ীরা সহ শিবপুরের লোকজন বণিক সমিতি ও আব্দালপুরের এক অংশ লোকজন মুখোমুখি অবস্থান নেন। তবে তাৎক্ষণিকভাবে ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান রতন এর তৎপরতায় সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
এবিষয়ে বণিক সমিতির সভাপতি সামসুল হক এর সাথে কথা বললে তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে আপন দুই ভাই বাজারে মারামারি করেন, তবে আমরা বিষয়টি সমাধানের জন্য গেলে এক ভাই তা রাজনৈতিক ও গ্রুপিং কায়দায় বিষয়টি নিয়ে জাওয়ার চেষ্টা করলে বাজারের পরিবেশ অস্থিতিশীল হয়ে পরে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
এবিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান রতন জানান, আমরা এখনো বাজারে অবস্থান করছি। কোনোভাবেই বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না।