কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর সাংবাদিক সম্মেলন

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  02:25 PM, 24 April 2022

মোঃ হাবিবুর রহমান ॥ আজ ২৪ শে এপ্রিল ২০২২ রবিবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম, আপনারা অবগত আছেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫(ক)অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন। জাতির পিতার নির্দেশেই শুরু হয় গৃহহীন পূনর্বাসন কার্যক্রম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর ১৯৯৭ সালে গৃহহীন মানুষদের পুনর্বাসনের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনার প্রেক্ষিতে শুরু হয় আশ্রয়ন প্রকল্প।
প্রিয় সাংবাদিকবৃন্দ, মুজিব শতবর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নকল্পে আশ্রয়ণ – ২ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কুষ্টিয়া জেলায় ১ম ও ২য় পর্যায়ে মোট ৫৫৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২(দুই ) শতক জমিসহ দুই রুম, বারান্দা, বাথরুম, রান্নাঘর ও বিদ্যুৎ সংযোগ সহ একটি ছোট বাড়ি দেওয়া হয়। উল্লেখ্য কয়েকটি বাড়ি মিলে একটা পানির টিউবওয়েল আছে।
মুজিব বর্ষে এবার তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া জেলার ২৬ শে এপ্রিল ২০২২ ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর বাড়ির তথ্য : কুষ্টিয়া সদর ২৭, কুমারখালী ১২ , খোকসা ৪০ , মিরপুর ৫০ , ভেড়ামারা ২৩ , দৌলতপুর ৫২ । সর্বমোট = ২০৪।
উল্লেখ্য : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৬ শে এপ্রিল ২০২২ মঙ্গলবার সকালে সারাদেশে ৩২ হাজার ৯ শত ৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

আপনার মতামত লিখুন :