কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কমিটি ঘোষনা বিহীন !
হাসিনা ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ তের বছর পর আজ ১১ জুলাই ২০২৩ ইং মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় কুষ্টিয়া শিল্লকলা একাডেমীতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, আ কা ম সরওয়ার জাহান বাদশা এমপি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা,
সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কাজী শাহানারা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম।
সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আখতারুজ্জামান লাবু, সঞ্চালনা করেন ভারপ্রাপ্তে সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, ছাত্র লীগ , যুবলীগ , কৃষকলীগ , মহিলা আওয়ামীলীগ , মহিলা যুব আওয়ামীলীগ , আওয়ামী মৎস্যজীবী লীগ , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাল , কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রাত ৮ টার দিকে প্রথম অধিবেশন শেষ করেই জরুরী ফোন কল পেয়ে অন্যদের উপর কমিটি গঠনের দায়িক্ত দিয়েই ঢাকায় রওনা দেন প্রধান অতিথি মাহবুব উল আলম এম পি , উদ্বোধক ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা এ কে এম আফজালুর রহমান বাবু ।
১৫ মিনিটের বিরতি শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং সদ্যবিদায়ী কমিটি সভাপতি ও কুষ্টিয়া স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান লাবু অতিথিদের বলেন হলরুমে সকল ডেলিগেট ও কাউন্সিলর উপস্হিত আছেন তাদের মতামত নেওয়া হক কিন্তু তা নাকচ করে দিয়ে ঘোষনা দিলেন কে কে সভাপতি পদ প্রার্থী সামনে এসে বলো – বীর পুত্র ২ জন সুমন ও শেখ সুভিন সহ আরও ৬ জন মোট ৮ জন সভাপতি প্রার্থী ও সিঃ সাংবাদিক বীর পুত্র হাবিব সহ আরও ১৫ জন মোট ১৬ জন সাধারন সম্পাদক প্রার্থী । পরে সভাপতি ৮ জন প্রার্থী ও সাধারন সম্পাদক প্রার্থী ১৬ জনকে ১০ মিনিট সময় দেন সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্ধারণ কিন্তু সমঝোতা না হওয়ায় অবশেষে রাত ৯ টার দিকে ৩য় অধিবেশনে ঘোষণা না দিয়ে দায়িক্ত প্রাপ্তরা বললেন সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে রাতে বা দিনের যেকোন সময় জানিয়ে দিব , কেউ নিরাশ হবে না কারন ২৪ জন প্রার্থী মানেই একটা জেলা কমিটির তিন ভাগের একভাগ যোগ্য নেতা পেয়েছি আর বাকিগুলো অবশ্যই ভালো আসবে ইনশাহআল্লাহ ।