কুষ্টিয়া পরিবার পরিকল্পনার মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  05:23 PM, 25 July 2023

 

হাসিনা ॥ আজ মঙ্গলবার ২৫শে জুলাই ২০২৩ইং দুপুর ২টায় কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা অফিসে মা ও শিশু স্বাস্হ্য এবং পুষ্টিসেবা বিষয়ে মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান ও বিদায়ী অতিথি মোঃ হাবিবুল হক খান পরিচালক (যুগ্ন সচিব) পরিবার পরিকল্পনা খুলনা বিভাগ , খুলনা । বিশেষ অতিথি ছিলেন, মোঃ মিজানুল হক (প্রাক্তন) উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, কুষ্টিয়া । সভাপতিত্ব করেন, খোন্দকার সফিকুল ইসলাম উপ-পরিচালক ,পরিবার পরিকল্পনা কুষ্টিয়া । অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন জেলার সকল উপজেলার কর্মকর্তাবৃন্দ ॥

আপনার মতামত লিখুন :