কুষ্টিয়া পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  11:41 PM, 12 December 2023

কুষ্টিয়া টিভি ডেস্ক ॥ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া কর্তৃক ৩৫ বোতল ফেন্সিডিলসহ ০২(দুই) জন আসামী প্রেফতার:জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার কর্মরত এসআই সনজীব ঘোষ ১১/১২/২০২৩ খ্রিঃ তারিখ সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মিরপুর থানাধীন সদরপুর ইউনিয়নের কাতলামারী সাকিনস্থ ঈদগাহ এর মোড়ে জনৈক কামরুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ চন্দন আলী (৩২), পিতা-মোঃ এনামুল হক, মাতা-মোছাঃ নাজীরা খাতুন, ২। মোঃ অমিত হাসান (২৬), পিতা-মোঃ মার্জেল মন্ডল, মাতা-মোছঃ মাবিয়া খাতুন, উভয় সাং-খলিষাকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে ধৃত করেন।
পুলিশ সুপার, কুষ্টিয়ার নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।

আপনার মতামত লিখুন :