কুষ্টিয়া সরকারি কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  01:13 PM, 20 June 2023

হাসিনাঃ “নিয়মিত ফল খেলে, সব ধরনের পুষ্টি মেলে” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে ফল উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে ১৯ জুন ২০২৩ইং সোমবার কলেজের মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজের নব্য অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়।
আরো বক্তব্য রাখেন , ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো: আনছার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লাল মোহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর জি এম আব্দুর রাকিব প্রমুখ। এ সময় অন্যান্য শিক্ষক, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কলেজের মুক্তমঞ্চ মাঠে বিভিন্ন ডিপার্টমেন্টের ২৯ টি ফলের স্টল বসে ছিল এ উৎসবে । স্টলে সর্বাধিক ৪১ প্রজাতির দেশীয় ও বিদেশী ফল প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের উপস্হিতি ছিল চোখে পড়ারমত ।

আপনার মতামত লিখুন :