কুষ্টিয়ার ফাতেমা রচনা প্রতিযোগিতায় দেশসেরা

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  02:23 PM, 05 April 2022

  1. সুজন মাহামুদঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা হয়েছে।

এতে রোভার শাখায় জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী উম্মুল খায়ের ফাতেমা এরিন।
গত ২ এপ্রিল ২০২২ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ ছাড়া, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনের কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মুহাম্মদ মোজাম্মেল হক। সারাদেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৯ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট ওইদিন পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে উম্মুল খায়ের ফতেমা এরিন বলেন, পুরস্কার পেয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। এত বড় প্ল্যাটফর্ম থেকে পুরস্কার প্রাপ্তি আমার জন্য অনুপ্রেরণারও বটে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার বাবার মুখে হাসি দেখে। আমি বাবার গর্বের কারণ হতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।

আপনার মতামত লিখুন :