Logo

কুষ্টিয়ায় “জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির” সভা অনুষ্ঠত

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় “জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা-২০২২” অনুষ্ঠিত হয়েছে।৩১ শে মার্চ ২০২২ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।উক্ত সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা পরিষদ কুষ্টিয়ার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সনাকের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা, কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা,খেয়া রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার সাইদুল বারী টুটুলসহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহবান জানানো হয়।উক্ত সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন কুষ্টিয়া জেলার নিরাপদ খাদ্য অফিসার ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব।