কুষ্টিয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ’র অভিষেক অনুষ্ঠানে আসগর আলী – অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
মোঃ হাবিবুর রহমান ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই এপ্রিল ২০২২ শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এসএস রুশদী এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে। কারণ সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি পেলে দেশে অবশ্যই উন্নয়ন হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এই শব্দ তিনটি মূলত সমার্থক? এই তিনটির যেকোনো একটিকে আলাদা করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। দেশ ও মানুষকে তিনি তাঁর হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে উল্লেখ্য করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের সবাইকে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই আজকের এই অনুষ্ঠান স্বার্থক হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি আনোয়ারুল হক, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শিলা বসু, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান এবং দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, রাজু আহমেদ, দেলোয়ার হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান (পলল) ও আরাফাত রহমান শামিম, আইন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ এজিপি ও সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী এ্যাডঃ সুদীপ্ত শিংহ। দপ্তর সম্পাদক মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, কৌশিক আহমেদ, মীর সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম কাজল, যুব ও ক্রীড়া সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক পুলক কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন আকাশ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাজল শর্মা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুল আজিজ শেখ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক স্বপ্না রানী।
সদস্য এ্যাড. দেওয়ান সরোয়ার, মারিফুল ইসলাম তামিম, আরিফ ইসলাম, মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা আনিসুর রহমান ও জামিলুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুষ্টিয়ার আহবায়ক শামীম পারভেজ সাগর, জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।