কুষ্টিয়ায় রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট রোজার মধ্যেও থেমে নেই অশ্লীলতা

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  06:43 AM, 26 April 2022

 

রাব্বী আহমেদঃ কুষ্টিয়ার বিনোদনকেন্দ্র রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট এখন তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার অভয় আশ্রম। এমন ভাবে তারা বসে আছে মনে হচ্ছে ফ্রি সেক্সের দেশে বসবাস করছি আমরা। রোজার মধ্যেও থেমে নেই অশ্লীলতা ভেতরে প্রবেশের করতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অশ্লীল আচরণ করেন গেটে থাকা আনসার সদস্যরা সরেজমিনে গিয়ে দেখা যায় ওখানকার কিছু আনসার সদস্য ঘুরতে দেখলেও তারা এই অশ্লীলতার বিরুদ্ধে কোনো কিছু বলছে না। কুষ্টিয়া রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট মনে হচ্ছে ১০ টাকার বিনিময়ে এখানে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অশ্লীলতার লাইসেন্স দিচ্ছে।

রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় এই অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট এর গেটের ওপর লাগানো একটি ব্যানারে লেখা আছে স্কুল-কলেজের কোন ছাত্র-ছাত্রী ক্লাস চলাকালীন ভেতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু ভিতরে সম্পূর্ণটাই বিপরীত। শুধুমাত্র একটি গেট, বাচ্চাদের বিনোদনের জন্য তিনটা স্লিপার ও তিনটা দোলনা এবং চার-পাঁচটা ছাতা নির্মাণ করে তৈরি করেছে রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট। কুষ্টিয়াবাসী গরমের সময় যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসতো সেই জায়গাটি এখন সামান্য টাকার জন্য স্কুলগামী তরুণ-তরুণীদের অশ্লীলতা স্থান হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়াবাসী এখন জেলা প্রশাসকের মুখের দিকে তাকিয়ে। ফিরে কি পাবে আগেকার সেই পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সুস্থ পরিবেশ

আপনার মতামত লিখুন :