কুষ্টিয়া ইবি থানা পুলিশের অভিযানে গাজা সহ আটক ৪ জন
সিনিয়র স্টাফ রিপোটারঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম বাক্সুব্রিজ এলাকা থেকে গতকাল রাত আনুমানিক ১০ দিকে উজানগ্রামের চিহ্নত মাদক ব্যবসায়ী সিরাজুলের বাড়িতে, এস আই জাহাঙ্গীর পরিচালনায় সোর্গীয় ফোর্সদের সাথে পুলিশ অভিযান চালায়।পুলিশের উপস্থিথ টের পেয়ে মাদক ব্যবসায়ী সিরাজুল পালিয়ে যায়।
এর পরে গোপন সাংবাদের ভিত্তিতে পাশের গ্রাম গজনবীপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবিনা খাতুনের চায়ের দোকানে অভিযান চালিয়ে গাজা সহ ৪ জনকে আটক করে ইবি থানা পুলিশ।আটককৃতরা হলেন, গজনবীপুর গ্রামের নূর হক,ও তার স্ত্রী রুবিনা খাতুন।
ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আতিয়ার রহমান ও লাল মিয়া, গাজা ক্রয়ের সময় হাতেনাতে তাদেরকে আটক করেন ইবি থানার চৌকস পুলিশ অফিয়ার এস আই জাহাঙ্গীর আলম।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা সম্পর্ন হয়েছে।যার মামলা নং ২২।
এই এস আই জাহাঙ্গীর আলম বলেন, ইবি থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেঞ্চ থাকবে।এমন প্রতিশ্রতি নিয়ে আমরা কাজে নেমেছি।তবে আমাদের অভিযান নিয়মিত অভ্যয়ত থাকবে বলে তিনি জানান।