কুষ্টিয়া মিরপুরে বুরাপাড়া -মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন
মিরপুর প্রতিনিধিঃ-
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য জননেতা হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন চেয়ারম্যান, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, মাওলানা আনিসুর রহমান বাদশা,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক,আমলা ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল হক তুফান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেক,সহকারী শিক্ষক মহিবুল ইসলাম সহ প্রমুখঃ। সভাপতিত্ব করেন বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজিয়া পারভীন রানী।