কুষ্টিয়া মিরপুর পৌর যুবদলের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  03:30 AM, 02 May 2022

 

মিরপুর প্রতিনিধিঃ আজ ১লা মে ২০২২ রোজ রবিবার কুষ্টিয়া মিরপুর পৌর যুবদলের নেতা “রবিন আহম্মেদ রকি’র ” উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ১৫০ জন গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই,চিনি,দুধ বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সোহানুর রহমান রিয়ন যুগ্ন আহবায়ক মিরপুর পৌর ছাত্র দল, আহবায়ক কমিটি মিরপুর পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য জরিপ খান, শিপন আলী সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :