জানি আমি চলে যাব একদিন#শাহিদা পারভীন রেখা
জানি আমি চলে যাব একদিন তোমার অনেক আগে,
তারপর সমুদ্র গাহিবে গান আকাশে বাতাসে বহুদিন।
নক্ষত্র জ্বলতে থাকবে অনেক রাত, রাত আর শেষ হবে না। আমি চলে যাবো তারপর সমুদ্রের ভাষা
রয়ে যাবে। তোমার পিপাসা ফুরাবে না। পৃথিবীর ধূলা- মাটি তৃণ, রহিবে তোমার তরে, রয়ে যাবে তোমার শরীর। পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে ভরে গেছে, নির্জন ঢেউয়ের কানে,মানুষের মনের পিপাসা মৃত্যুর মতন, তার জীবনের বেদনার ভাষা, আবার জানিয়ে যায়, কবরের মতন।
পৃথিবীর বুকে রোজ লেগে থাকে যে আশা- হতাশা,
বাতাসে ভাসতে তাকে ঢেউ তুলে সেই আলোড়ন।
অধীর বাতাস লয়ে কাপুক না পৃথিবীর বন!
দেখতে চেয়েছি মৃত্যু, তোমার পথ থেকে ঢের দূরে সরে। তোমার জীবন ডাকতে আসে। আমার জীবনের
আলো নিভে গেছে। শুধু ধোঁয়ার মত প্রান আছে জেগে
আর পৃথিবীর পথে নয়, মৃত্যু পথযাত্রি। কীট যে ব্যর্থতা
জানে পৃথিবীর ধূলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার
সাথে রোজ হয় পরিচয়। জীবনের চেয়ে সুস্হ মানুষের
নিভৃত মরণ।
ভালোবাসা যার বোঝা হয় দেখুক সে মৃত্যুকে ভালোবেসে। তবুও ডাকো তুমি আমার মৃত্যুকে প্রিয়
নাম ধরে, চকিত পাতার শব্দে, বাতাসের বুকে কারো
অন্বেষণ, না পাওয়ার সেই ব্যথা- আকাঙ্ক্ষার অস্হিরতা লয়ে। যদি গো একদিন চলে যাবো হায়!
কতোদূরে যেতে পারি বলো একাকী। একটি পৃথিবী নষ্ট হয়ে গেছে আজ আর একটি পৃথিবী করতে পারি নাকি দাবী?