টানা চতুর্থবারের মত কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অফিসার এসআই রফিক
স্টাফ রিপোটারঃ
কুষ্টিয়া মডেল থানার চৌকস অফিসার এসআই রফিকুল ইসলাম টানা চতুর্থবারের মত শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত মাসিক কল্যান সভায় প্রতিবারের ন্যায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ এবারও তিনি শ্রেষ্ঠ অফিসার হিসেবে ভূষিত হয়েছে।এই নিয়ে তিনি চতুর্থবারের মত শ্রেষ্ঠ অফিসার হিসেবে ভুষিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার ফরহাদ হোসেন খাঁন, আরওআই, রির্জাভ অফিস, ডিআইও ১, আরআই, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।এসময় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এসআই রফিকুল ইসলাম ভূষিত হওয়ায় সনদপত্র, ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন পুলিশ সুপার খাইরুল আলমসুত্রে জানা যায়,এসআই রফিকুল ইসলাম কুষ্টিয়া মডেল থানায় যোগদানের পর থেকেই একের পর এক সফল অভিযান পরিচালনা করে যাচ্ছেন। মাদক,অস্ত্র,সহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীর বিরুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন।এ বিষয়ে এসআই রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমার এই সফলতার সাথে দিনরাত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন কন্সট্রেবল সেলিম রেজা ও কন্সট্রেবল সুমন। আজ তাদের সহযোগিতায় আমি প্রতিটি অভিযানে সফলতা পেয়েছি।