ডিপ্লোমা কৃষিবীদ ইনস্টিটিউশন কর্তৃক অবসরদের বিদায় সংবর্ধনা

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  09:34 AM, 16 July 2023

হাসিনা ॥ ১৫ জুলাই ২০২৩ ইং  শনিবার কুষ্টিয়া রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত হলো পেশাজীবি সংগঠন ডিপ্লোমা কৃষিবীদ ইনস্টিটিউশন কর্তৃক অবসরে যাওয়া ১০ জন সহকর্মীর বিদায় সংবর্ধনা । কৃষি সন্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া জেলায় নতুন যোগদানকৃত সহকর্মীদের বরণ ও বার্ষিক সাধারণ সভা।উপস্হিত ছিলেন, কুষ্টিয়া জেলার ডি কে আই বির সভাপতি  মুন্নাফ আহন্মেদ, সাধারণ সন্পাদক  সাইফুল্লাহ, সহ- সভাপতি মোল্লা হাফিজুর রহমান। কুষ্টিয়া জেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা  সহকর্মী ভাই ও বোনেরা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন  ।

কৃষি কর্মকর্তা ও বিশিষ্ট লেখক শাহিদা পারভীন রেখা বলেন,এই অনুষ্ঠানে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় লিখা একক কাব্যগ্রন্হ ” ক্ষুধার আনন্দ” বইটি কিছু সংখ্যক সহকর্মীর হাতে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দিনটি আমার দীর্ঘ ৩৬ বছর চাকুরী জীবনের পথচলায় একটি স্মরনীয় দিন হয়ে থাকবে হৃদয়ের মনিকোটায় ।

আপনার মতামত লিখুন :