তরুন সাংবাদিক নাজমুস সাকিব সোহাগের শুভ জন্মদিন

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  03:51 PM, 28 April 2022

বার্তা সম্পাদকঃ

আজ ২৮শে এপ্রিল , মোঃ নাজমুস সাকিব সোহাগ এর শুভ জন্মদিন। এই দিনে তিনি কুষ্টিয়া সদর উপজেলা আলামপুর ইউনিয়ন স্বস্তিপুর গ্রামে মাওলানা মোঃ হাফিজুর রহমান এর ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন,তিন ভাই বোনের তিনি সবার আদরের একমাত্র সন্তান।

নাজমুস সাকিব সোহাগের পিতা মাওলানা মোঃ হাফিজুর রহমান স্বস্তিপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক।

 

শিক্ষা জীবনি প্রথমে স্বস্তিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ  থেকে এস এস সি ও এখন কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট  ডিপার্টমেন্ট অফ সিভিল অধ্যয়নরত।

 

তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞা,অনলাইন নিউজ ও জাতীয় প্রত্রিকা সহ কুষ্টিয়া টিভি.কমের স্টাফ রিপোটারের দায়িত্ব পালন করছে।তিনি  শুধু সাংবাদিক নই বিভিন্ন স্বেচ্ছাসেবক মুলক সংগঠন সাথে জরিত যেমন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি কুষ্টিয়া পলিটেকনিক শাখার সভাপতি ও  বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছেন।

এদিকে নাজমুস সাকিব সোহাগ এর জন্মদিন উপলক্ষে ২৮শে এপ্রিল রাত ১২টার পরে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদ্বযাপন করে। এছাড়াও তার জন্মদিন উপলক্ষে সহকর্মী,বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। নাজমুস সাকিব সোহাগ জানান, রাত থেকে ভালো লাগছে অনেক,প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রথম শুভেচ্ছা পেয়েছি প্রিয় মানুষটির কাছ থেকে। পরবর্তীতে আমার কাছের দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি।

নাজমুস সাকিব সোহাগ সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সত্যতার সাথে বেচে থাকতে পারেন।

আপনার মতামত লিখুন :