দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কুষ্টিয়া ওজোপাডিকো’র সম্মুখে বিএনপি’র অবস্থান

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  03:08 PM, 08 June 2023

শহর প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বিদ্যুৎ অফিসে বিএনপির অবস্থান কর্মসূচি ও পরবর্তীতে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেন। ৮ জুন ২০২৩ইং বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) সামনে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর হাতে স্মারকলিপি প্রদান করেন কুষ্টিয়া জেলা বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী মিলন, প্রকৌশলী জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, শহর বিএনপির সহ-সভাপতি শওকত হাসান বুলবুল, সেলিম রেজা, আতাহার হোসেন তাঁরা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল রহমান, হাফিজুর রহমান খোকন, জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তাবু তালেব, পৌর ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এ্যাড. নূরুল ইসলাম, শহর শ্রমিক দলের সভাপতি সঞ্জয় দত্ত, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :