নতুন পুলিশ সুপার রকিব , চ্যালেন্জ কুষ্টিয়ার আইনশৃঙ্খলা
কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম হাইওয়েতে বদলি । চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব কুষ্টিয়ার পুলিশ সুপার । আজ ১৩ জুন ২০২৩ইং মঙ্গলবার রাস্ট্রপতির স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে । কুষ্টিয়া বাসীর দাবী আইনশৃংখলার অবনতি লাঘবে কাজ করবে নতুন পুলিশ সুপার। কুষ্টিয়া টিভির পক্ষ থেকে নতুন এসপির জন্য দুয়া , ভালোবাসা ও শুভকামনা অবিরাম ॥