পহেলা বৈশাখ ধর্ম বর্ণ জাতিভেদে বাঙালির ঐক্যের দিন…কুষ্টিয়ার মানবিক ডিসি সাইদুল ইসলাম
মোঃ হাবিবুর রহমান ।। আজ ১৪ই এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বিশাল মঙ্গল শোভাযাত্রা ডিসি কোর্ট চত্বর থেকে মজমপুর গেট হয়ে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরের বনবীথি এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পরে কালেক্টরেট চত্বরে বনবীথির গাছের ছায়ায় বাঙালির প্রাণের মেলা পহেলা বৈশাখের গান, কবিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালির প্রাণের উৎসবের দিন। ধর্ম বর্ণ জাতিভেদে বাঙালির ঐক্যের দিন। তিনি আরও বলেন, আর্থ সামাজিক উন্নয়নের শপথ নিতে হবে আজকের দিনে। বাঙালি জাতিসত্বা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় গড়ে তুলতে হবে। মঞ্চে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস,কুষ্টিয়া সদরের সহকারী ভূমি কমিশনার দবির উদ্দিন, সরকারী প্রকৌশলী (জিপি) এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব।