প্রতিষ্ঠিত প্রেসক্লাব ছাড়া সবগুলো দোকানদার !

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  09:57 PM, 22 April 2023

আলী কদর পলাশঃ প্রতিষ্ঠিত প্রেসক্লাব ছাড়া যেসব সাংবাদিক সংগঠন আছে সবগুলোকে বোদ্ধারা বলেন দোকানদার। -যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কত শব্দের সাথে যে লীগ হয়েছে আমাদের জানা নেই। বঙ্গবন্ধু নামের সাথে কত কত নাম যে জড়িয়ে বাণিজ্য চলছে, আমাদের জানা নেই। ঠিক তেমনি বঙ্গমাতা, জয়, পুতুল তো আছেনই। আর যুগ যুগান্তরের সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারাতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।
হয়তো শেষ জীবনে দেখে যেতে হবে ‘রাজাকার মুক্তিযোদ্ধা পরিষদ’।
তাই নতুনদের বলি, একমাত্র প্রতিষ্ঠিত প্রেসক্লাব ছাড়া, উত্তর-দক্ষিণ-পূর্ব পশ্চিম জেলা… নামক কোন প্রেসক্লাব কিম্বা দোকানদারের সহযোগী না হতে।
ফেসবুক কিংবা ভিখিরি সাংবাদিকতা নয়, লেখাপড়া জেনে প্রকৃত সাংবাদিকতা করুন– খ্যাতিমান হবেন কিনা জানিনা। তবে অজস্র মানুষের হৃদয়ে স্থান পাবেন, ভালোবাসা পাবেন, মর্যাদা পাবেন।
-মরেও অমর হবেন।

আপনার মতামত লিখুন :