মো:সাব্বির খান, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুন নামে প্রথম বর্ষের শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৯ আগস্ট ২০২৩) বিশ্ববিদ্যালয় আইন প্রশাসক অধ্যাপক ড. আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। যেকোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে এ চূড়ান্ত ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ বলে জানান তিনি। তিনি বলেন, ‘মহামান্য আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি নিদিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে। কর্তৃপক্ষ ওই নির্দেশনা অনুযায়ী সামনে চূড়ান্ত ব্যবস্থা নিলে তারা বহিষ্কার হয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোন মুর্হুতর এই সিদ্ধান্ত নিতে পারে।’এছাড়া আগামী বুধবার (২৩ আগস্ট) এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আদালতে সিদ্ধান্ত উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন প্রশাসক।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘মহামান্য হাইকোর্টের সর্বশেষ নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’