বর্ষসেরা কন্ঠশিল্পী ২০২২ পুরস্কার পেল রিয়াল

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  01:41 AM, 24 July 2023

কুষ্টিয়া টিভি ডেস্কঃ ২১ জুলাই ২০২৩ শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্টিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা  মিলনায়তনে ৮ম সাহিত্য দিগন্ত পুরুস্কার ।
উদ্বোধক: আসলাম সানী( বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি,সন্পাদক মন্ডলীর সভাপতি, সাহিত্য দিগন্ত)
প্রধান অতিথি: রেজাউদ্দিন স্টালিন( বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি, মিডিয়া ব্যক্তিত্ব)
 প্রধান আলোচক: শাহীন রেজা( বরেণ্য কবিও, কথাসাহিত্যিক, সন্পাদক, বৈচিত্র)
 বিশেষ অতিথি: মেহেরুন্নেছা( বরেণ্য কবি ও কথাসাহিত্যিক, সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান,  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা),  মোঃ মেহবুব হক( ডেপুটি কমিশনার,বিসিএস, কাস্টমস ও এক্সাইজ ক্যাডার, জাতীয় রাজস্ব বোর্ড),ফারজানা করিম( বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, কবি,আবৃত্তিশিল্পী, সিনিয়র সংবাদ উপস্হাপক, ৭১ টেলিভিশন)
 সভাপতি: প্রাকৃতজ শামিমরুমি টিটন( বহু মাত্রিক বরেণ্য লেখক, গবেষক, সংগঠক, প্রধান সন্পাদক, সাহিত্য দিগন্ত)
 অনুষ্ঠান সঞ্চালনা: মেহবুবা হক রিমা, আয়শা জাহান নূপুর, ফৌজিয়া ইসলাম তিষা, ফাহিমা সরোয়ার সুফল,সৈয়দা হাবিবা মুস্তরিন জেবুননেছা মুনিয়া।
উক্ত পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয় যেমন:   আজীবন সন্মাননা, বর্ষসেরা কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, উপন্যাসিক,কন্ঠশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনুবাদক,চলচ্চিত্র পরিচালক,শিক্ষাবীদ,নৃত্যশিল্পী,সমাজসেবক, গল্পকার ,আবৃত্তিশিল্পী, রম্যলেখক, শিশুসাহ্যিতিক, উদ্যোক্তা, সেচ্ছাসেবী সংগঠন,সাহিত্য সংগঠক, সেরা রাঁধুনী,গবেষক,জাদুশিল্পী উপস্হাপক, নাট্য পরিচালক, ছড়াকার,সাংবাদিক। এই সকল বিষয়ের উপর মূল্যায়ন করে গুনীজন সন্মাননা প্রদান করা হয় । রিয়ালের মা  শাহিদা পারভীন রেখা বলেন, আমার পুত্র রিয়ালকে ২০২২ সালের বর্ষসেরা কন্ঠশিল্পী হিসাবে  মূল্যায়ন করবার জন্য ” ৮ম সাহিত্য দিগন্ত পুরুস্কার কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা । সকলে রিয়ালের জন্য  দোয়া রাখবেন যেন  এই অর্জনকে হৃদয়ে ধারণ করে শুদ্ধ সঙ্গীত চর্চাকে অব্যাহত রেখে একজন আদর্শ আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে ।

সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৩ এর সাহিত্য সন্পাদক ও বিশিষ্ট লেখক জায়েদ হোসাইন লাকী ও বিচারক প্যানেলের সকল গুনীজনের প্রতি আমি অত্যান্ত বিনয়ের সাথে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদানের মধ্যে আমাকে” বর্ষ সেরা কবি ২০২২ হিসাবে সন্মাননা প্রদান করবার জন্য এবং সকলে আমার জন্য দোয়া রাখবেন এই অর্জন ও সন্মান যেন আমাকে সাহিত্য অঙ্গনে সামনে বিচরণের সহায়ক হিসাবে সহযোগিতা করে ।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও প্রযোজনায় ছিলেন ঢাকা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সাধারণ সন্পাদক জায়েদ হোসাইন লাকী। আরও সহযোগিতায় ছিলেন ঢাকা সাহিত্য পরিষদের সাহিত্য সন্পাদক মাঈন উদ্দিন।

আপনার মতামত লিখুন :