বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ন্যাশনাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় মতিউর রহমান লাল্টুকে সংবর্ধনা
হাসিনাঃ কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ন্যাশনাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১৪ মে ২০২৩ইং রবিবার সকালে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের আয়োজনে হাসপাতাল চত্তরে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলি। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোশফিকুর রহমান টরলিনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এস এম মুসতানজিদ , ডাঃ লাল মহম্মদসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বেশিরভাগের পায়ে পঁচন ধরে। এটার প্রতিকার করার চেয়ে প্রতিরোধ করা সহজ। সবাইকে সচেতন থাকতে হবে। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করে ডাত্তারের পরামর্শ মেনে চলতে হবে।