মাহাত্ম গান্ধী এ্যাওয়ার্ডে ভূষিত হলেন উজানগ্রাম ইউনিয়নের কৃতিসন্তান আবু বকর সিদ্দিক

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  09:21 PM, 17 May 2022

সুজন মাহামুদঃ

ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই বাংলার সম্প্রতি উৎসব ২০২২ পালিত হতে যাচ্ছে।দুই বাংলার নামী শিল্পীদের সমন্বয়ে হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।থাকছে দুই বাংলার নামী ব্যক্তিদের জন্য মাহাত্ম গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড। সাংগঠনিক ভূমিকা ও সমাজ সেবাই বিশেষ অবদান স্বরুপ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক কে মাহাত্ম গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত করেছে দুই বাংলার সমন্বিত শ্রুতিবৃত্ত সংগঠন ও আলোকিত বাংলার মুখ সংগঠন। এ অনুষ্ঠানটি হবে আগামী ১৬ জুন রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় সত্যজিৎ রায় অডিটোরিয়াম,আইসিসিআর(ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন)৯/এ,অচিমিন স্বরনী(আমেরিকার কাউন্সিলের সামনে,কলকাতা ভারত। উক্ত অনুষ্টানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মাননীয় মন্ত্রীগন।আরো থাকবেন কলকাতা সিটির মেয়র ফিরহাদ হাকিম।উপস্থিত থাকবেন কলকাতার দূরদর্শনের অধিকর্তা শ্রী অরুনাভ রায় সহ টেলিভিশন, চচলচ্চিত্র ও সঙ্গীত শিল্পীবৃন্দ।বিশেষ করে বাংলাদেশের হাইকমিশনারে কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানের সার্বিক তদারকি করবেন।

আপনার মতামত লিখুন :