মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া শাখা কাজে বিশ্বাসী

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  01:21 PM, 20 August 2023

হাবিবা নীমঃ  মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সুভিন আক্তার ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান ২০ আগস্ট রবিবার সকালে জিআরও অফিসে ভেড়ামারার বীর মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় আসামীকে দ্রুত জামিন না দিতে রাস্ট্র পক্ষের সাথে আলোচনায় ছিলেন ভেড়ামারার বীর পুত্র আনোয়ারুল হক ও মিথুন । পরে দৌলতপুর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা , যুবলীগের সভাপতি / সাধারন সম্পাদক প্রার্থী বীর পুত্র নাসির উদ্দীন কে সদর হাসপাতালের সিসিইউ তে দেখতে যাই , চিকিৎসার সার্বিক খোঁজখবর ও সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় ।
সংগঠনের বিষয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাসান , সুলতান ও বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান,জসিম,আবুল , কাশেম,হাকিম ,নজরুল সহ আরও অনেকে বলেন , আমরা গত বছর থেকে লক্ষ্য করছি এ দেখছি কুষ্টিয়া জেলার মুক্তিযোদ্ধা পরিবারের যে কোন সমস্যা হলেই সবার আগে “মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম” কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিব ও শেখ শুভিন সেখানে পৌছে যায় । আমরা বীর মুক্তিযোদ্ধারা এদের কাজ কর্ম নিয়ে গর্ববোধ করি । শুধু তাই নয় ওদের যে কোন বিষয়ে মতামত নেওয়ার জন্য আমাদের কে সর্বাধিক গুরুত্ব দেই । উল্লেখ্য আমাদের এই ছেলের যে কোন অনুষ্ঠান হলে আমাদের সকলকে জোড় করে নিয়ে যায় , আমরা সত্যি আনন্দ ও খুশী হয় । আমরা ওদের সাফল্য কামনা করি ।

আপনার মতামত লিখুন :