মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা
দৌলতপুর প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম দৌলতপুর উপজেলা শাখা’র বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি গঠন ও আলোচনা সভা ২৫শে আগস্ট শুক্রবার ১০ঃ০০মিঃ দৌলতপুর সরকারীপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত । উক্ত সভায় আংশিক কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ উপস্হিত সকল বীর পুত্রদের সর্ব সম্মতিক্রমে ৮ই সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে “মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম” দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২৩ খিঃ অনুষ্ঠিত হবে । আলোচনা সভার শেষে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান , যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ উর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদি আলম রতন, অর্থ সম্পাদক তৌফিক আহমেদ শাওন, কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি আল আমিন মিজানুর রশীদ, ভেড়ামারা উপজেলার আনোয়ারুল , মিথুন , খোকসা উপজেলার মিন্টু’র উপস্হিতে ৮ই সেপ্টেম্বর দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা নিম্নরূপ : আহবায়ক: মোঃ নাসির উদ্দিন , যুগ্ন আহবায়ক: হাসিবুজ্জামান , আহসান হাবীব লেলিন ,উজ্জল,সালাউদ্দিন খান শাহিন , আতিয়ার, মিজানুর রহমান ,নুরুল ইসলাম । সদস্য: তন্ময় হক ,রানা ,সুজন,আসাদুল,রুহুল,জাকির,মিজান , বিদ্যুৎ , রিদয়, ওয়ালিউর , মাহফুজুল , রহিদুল, শাহজাহান,শরিফুল , জুয়েল , বাবলু, লিপু , শরিফুল (২), রামকৃষ্ণপুর ও চিলমারী ॥