রড বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্য !

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  09:36 PM, 30 April 2023

হাসিনা ॥  রড কিনতে গেলে যেনো না ঠকতে হয়। তাই প্রতিটন রডে কত সূতা/mm কত পিচ রড আপনি দোকানদার থেকে বুঝে নিবেন সেই হিসাব তুলে ধরলাম।

8 mm -1 feet = 0.120 kg
সুতরাং 8mm 39.5ফুট লম্বা 211পিচ রডে এক টন।

10 mm -1 feet =0.188kg
সুতরাং 10mm 39.5ফুট লম্বা 135পিচ রডে এক টন।

12 mm – 1 feet = 0.270kg
সুতরাং 12mm 39.5ফুট লম্বা 94পিচ রডে এক টন।

16 mm – 1feet -0.481kg
সুতরাং 16mm 39.5ফুট লম্বা 53পিচ রডে এক টন।

20 mm -1feet -0.752kg
সুতরাং 20mm 39.5ফুট লম্বা 34 পিচ রডে এক টন।

[এছাড়া এই সুত্রটির মাধ্যমেও রডের ওজন বের করতে পারেন-
প্রতি ফুটে ওজন নির্নয়ের জন্য ( রডের ডায়া^2 /532)
প্রতি মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )]
[বিঃদ্রঃ দৈর্ঘ্যে 39.5 ফুট হিসেবে]

আপনার মতামত লিখুন :