সন্ত্রাসী আলম ও সেলিম বাহিনী দেশীও অস্ত্রের তোপে রেখে জোরপূর্বক গাছ কর্তন

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  06:08 PM, 22 April 2022

 

সুজন মাহামুদঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নে কবুরহাট মাদ্রাসাপাড়া গ্রামের মুন্তাজ আলী শেখের ছেলে মাসুদ রানা(৫০) ক্রয়কৃত জমির উপর মেহগনি গাছ লাগালে,বিক্রয়কৃত মালিকের অন্যান্ন শরিকগন জমি দাবি করলে জমি মামলা বিজ্ঞ আদালতে চলমান কিন্তু আদালতের নিদর্শন আমান্য করে ২০/৩০ জন সন্ত্রাসী দেশিও অস্ত্রের মুখে ফেলে জোরপূর্বক ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটতে শুরু করে স্হানিওদের জানালে তারাও সন্ত্রাসীদের অস্ত্র দেখে ভয়ে কেউ এগিয়ে আসেনায়,স্থানিয় পুলিশ ফাঁড়ি বললে তারা কোন গুরত্ব না দিলে সেখান থেকে আমি থানাতে গিয়ে অভিযোগ দায়ের করি।আসামিগন বেপরোয়া চড়াও হয়ে ইলেকটিক করাত দেখিয়ে বলে বেশি কথা বললে কড়াত দিয়ে তোর গর্দান লাবিয়ে দেব। সন্ত্রাসী আলমের নির্দশনায় সেলিম,খোকন,মহিবুল,দুলাল,ফারুক, রহিম অজ্ঞাত আরো ২৫/৩০ জন গাছ কাটতে শুরু করে এবং প্রান নাশের হুমকি প্রদান করে।তিনি আরো বলেন এই সন্ত্রাসী বাহিনী আমার দশলক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে যা আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত,আমি ভয়ে দূরচিন্তায় দিন যাপন করছি কখন যে সন্ত্রাসী বাহিনী আমার ও আমার পরিবারের উপর আক্রমণ করে বসে।

এবিষয় কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলমের সাথে কথা বললে তিনি বলে অভিযোগ তদন্তধীন চলমান সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

আপনার মতামত লিখুন :