সাংবাদিককে প্রেস কাউন্সিলের সনদ বাধ্যতামূলক!

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  12:05 PM, 10 June 2023

কুষ্টিয়া টিভি ডেস্কঃ সাংবাদিক পরিচয় দিতে অবশ্যই প্রেস কাউন্সিল এর সনদ নিতে হবে , জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম ।  খুব শিগ্রই প্রিন্ট ,  ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন সনদের জন্য যথাযত কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে । যাচাই-বাচাই শেষে প্রকৃত সাংবাদিকরাই সনদ পেয়ে সাংবাদিক পরিচয় দিতে পারবে ।

মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিতে অবিচল সাংবাদিকরা যেন সনদ পেতে কোন হয়রানীর শিকার না হয় , সেদিকে নজর রাখার অনুরোধ বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের । সাংবাদিক নেতারা আরও বলেন , শিক্ষা সনদ ও অভিজ্ঞতার বিষয়ে ভেবে চিন্তে অবশ্যই প্রকৃত সাংবাদিক চিন্হিত করতে হবে । অন্যথায় সরকারের এই মহতি উদ্দ্যাগ প্রশ্নবিদ্ধ হতে পারে । সরকারের উচিত যতদ্রুত সম্ভব আইনের মাধ্যমে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন করে প্রকৃত সাংবাদিকদের আবেদন যাচাই-বাচাই করে সনদ দেওয়া । এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সনদ বিহিন সকল নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা ।

আপনার মতামত লিখুন :