সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্দোগে অসহায়দের মাঝে ঈদ সমগ্রী বিতরন

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  02:22 PM, 02 May 2022

সুজন মাহামুদঃ

সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের নির্দেশে কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নের অসহায় দুস্থ,ভ্যান, ইজিবাইক ও সাধারন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয় । আজ ০৫/০২/২২ ইং তারিখে সকাল ৮টা হতে যোহর বাদ পর্যন্ত এই কার্যক্রম চলে।এবিষয় ডাঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি বলে পহেলা রমজান হতে ইফতারি ও নগদ অর্থ দান করে আসছি।আমার পিতা ও মাতামহ রুহে মাকফেরাত কামনায় তাদের যেন আল্লাহ তালা আমাদের দানের বিনিময়ে জান্নাতুল ফেরদৌস দান করেন ।প্রতিবছরে মত ন্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।আমার পরিবারের সদস্য ও সকল ভাই বোন সিয়াম সাধনা মধ্যে রমজান পার করলাম,সবই আমার পিতার মাতার উচিলায় তারা আমাদের এই সুন্দর পৃথিবীতে এনেছে,তার রেখে যাওয়া ধনসম্পদের যাকাত আদায় করছি ।তিনি(২০০)দুইশত পরিবারের মাঝে  ঈদ সমগ্রী চাল,ডাল,চিনি,সেমাই ও নগদ অর্থ প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন তার বড়ভাই সিফাতউল্লাহ ,বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগ ৫নং ওয়াড সভাপতিঃ তাইজাল শেখ, সাধারন সম্পাদকঃ মুসাব মন্ডল,কেরু বিশ্বাস,যকো,লতিফ,শাজাহান,মিঠুন,সহ প্রমুখ।

আপনার মতামত লিখুন :