স্বস্তিপুর গোরস্হানে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর দাফন

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  03:51 PM, 05 January 2024

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী সর্দার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে ৪ জানুয়ারী ২০২৪ইং বৃহস্পতিবার রাত ৯ঃ২০ মিনিটে   নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহি-ওয়াইন্না-ইলাইহি-রজিউ,ন ।
৫ জানুয়ারী ২০২৪ইং শুক্রবার বেলা ১১ ঘটিকায় স্বস্তিপুর গোরস্হানে  বীর মুক্তিযোদ্ধার জানাযায় অংশগ্রহন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও  কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি মাহবুব উল আলম হানিফ, বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান , যুগ্ন- সাধারন সম্পাদক শেখ মুক্তাদির রহমান অমি সহ এলাকার সর্ব স্তরের জনগন। জানাযা শেষে রাস্ট্রীয় সন্মাননা গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধান্জলী দেন সদর উপজেলার এসিল্যান্ড দবির উদ্দিন, উপজেলা প্রশাসন , সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখা ।

আপনার মতামত লিখুন :