হেরোইন ও ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

kushtiatvkushtiatv
  প্রকাশিত হয়েছেঃ  01:02 PM, 17 April 2022

 

আজাদ হোসেনঃ
কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল (১৬ এপ্রিল) শনিবার রাত ০৯:১০ মিনিটের সময় ‘‘ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর (দক্ষিনপাড়া) গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে (পঁয়ত্রিশ) গ্রাম হেরোইন, যাহার মূল্য আনুমানিক (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, (তিনশত পঁচাত্তর) পিছ ইয়াবা, যাহার মূল্য আনুমানিক-(এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা, ও ১টি মোবাইল ফোন এবং ১টি সীম সহ ০২ জন আটক করা হয়।

আটককৃত রা হলেন, মোঃ আল-মামুন (২১), পিতা-মোঃ হায়দার আলী এবং মোছাঃ নার্গিস খাতুন (২৪), স্বামী-মোঃ শফিউদ্দিন, উভয় সাং-রামচন্দ্রপুর, শৈলকুপা।

পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়কে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :